জেনে রাখুন গরম-নরম মাংস খিচুড়ির রেসিপি

আইকোনিক ফোকাস ডেস্কঃ আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, কারই ইচ্ছা করে না একটু গরম-নরম খিচুরি খেতে? তবে কথা হচ্ছে সেই সেরা খিচুড়িপাবো কোথায়? এত মিষ্টি ওয়েদারে খিচুড়ির উপরে যেন সব খাবারই পানসে। আজকাল আবার বৃষ্টি বোঝা যায় ফেসবুকে সেই সাথে সেরা খিচুড়ির খোজও চলে ফেসবুকে।

তাই খিচুড়ি রেস্টুরেন্টে বা ফেসবুকে না খুঁজে ঘরেই রান্না হোক মজাদার গরম-নরম খিচুড়ি। আর সবাই মিলে পেটপুরে খেয়ে মন ভরে গল্প করুন।

তাহলে ব্যাচেলর আর নতুন রাঁধুনীরা জেনে নিন মাংস খিচুড়ির রেসিপি

উপকরণ 
গরুর মাংস ২ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ২কাপ, দারুচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৪ কাপ, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী
মাংসে চাল, ডাল, বেরেস্তা ও কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ দিয়ে মেখে একঘণ্টা রাখুন। মাংস চুলায় দিয়ে ভাল করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মাংস আধা সেদ্ধ করে নিন।  এবার চাল-ডাল দিয়ে কষিয়ে নিয়ে পানি দিন। পানি শুকিয়ে মাংস খিচুড়ি রান্না হয়ে এলে কাঁচা মরিচ বেরেস্তা ওপরে দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।

সবশেষে শশা, লেবু, পেঁয়াজ, কাঁচা মরিচের সালাদ করে পরিবেশন করুন দারুণ মজার গরম-নরম মাংস খিচুড়ি।

গরুর মাংসের পরিবর্তে খাশি, মুরগি বা হাঁসের মাংস দিয়েও করতে পারেন মাংস খিচুড়ি।

Leave a Reply

Translate »