জাস্টিন ল্যাঙ্গার ইচ্ছা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক অস্ট্রেলিয়া

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ হতে বাকি মাত্র একটি ম্যাচ। রোববার (১৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভৌগোলিকভাবে প্রতিবেশী দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ঠিক যেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

ফাইনালে যে দলই জিতুক না কেন, নতুন বিশ্বচ্যাম্পিয়নের দেখা পাবে টি-টোয়েন্টি ফরম্যাট। অন্যদিকে, একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি শিরোপা পেলেও টি-টোয়েন্টিতে এখনো শিরোপার স্বাদ পায়নি অস্ট্রেলিয়া। এবার সেই আক্ষেপও মিটিয়ে ফেলতে চান অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘আমাদের ক্রিকেট ইতিহাস অনেক পরিপূর্ণ। আমাদের শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটাই অধরা রয়ে গেছে। এবার এটাও জিততে পারলে অবশ্যই খুব ভালো লাগবে।

Leave a Reply

Translate »