আইকোনিক ফোকাস ডেস্কঃ অর্থ বাগান বা উদ্যান। প্রচলিত অর্থে জান্নাতকে বেহেশত বলা হয়। ইসলামের পরিভাষায়, পার্থিব জীবনে যে সব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সব স্বর্গ প্রস্তুত রেখেছেন; সেগুলোই জান্নাত। এবার তাহলে জেনে নেই কিভাবে মা-বাবার জন্য জান্নাতের সুপারিশ চাইবেন।
নবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন বাচ্চাদের বলা হবে জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন, তারা বলবে-যতক্ষণ না আমাদের মা-বাবা প্রবেশ না করে। অতঃপর তারা আসবে। নবী (সা.) বলেন, আল্লাহ বলবেন, কী ব্যাপার তাদের কেন নারাজ দেখছি, জান্নাতে প্রবেশ করো। অতঃপর তারা বলবে-হে আমার প্রতিপালক! আমাদের মা-বাবা! তিনি বলেন, অতঃপর আল্লাহ বলবেন, তোমরা ও তোমাদের মা-বাবা জান্নাতে প্রবেশ করো।