আইকোনিক ফোকাস ডেস্কঃ জাতীয় দল থেকে বিদায় নেওয়ার আগেই বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বিশাল এক দায়িত্বের ভার কাধে তুলে দিলেন বিসিবি বোর্ড।
মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের পর নির্বাচক প্যানেলে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হলেন সাবেক এই স্পিনার।
দায়িত্ব পাওয়ার পর থেকেই সতীর্থ ও সুভাকাঙ্ক্ষিদের কাছ থেকে পাচ্ছেন শুভেচ্ছা, অভিনন্দন ও প্রানঢালা ভালোবাসা। এবার সেই কাতারে কিছুটা দেরিতেই যোগ হলেন তারই সাবেক শতীর্থ, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার মাশরাফির ভেরিফাইট পেজ থেকে রাজ্জাককে শুভেচ্ছা জানিয়ে তিনি একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
খান আবদুর রাজ্জাক (রাজ),
বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে।
হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।
জানি তুই তোর সেরাটাই দিবি,এবং সফলও হবি ইনশাআল্লাহ।
এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্কর,যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলোনা।
অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।
ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য
ভালোবাসা অবিরাম বন্ধু(GOAT)