জলে ভাসা ফড়িংয়েরা কাছে আসে ভালোবেসে

আইকোনিক ফোকাস ডেস্কঃ এক পা, দু’পা করে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছে মেয়েটি। কয়েক দিনের বৃষ্টিতে চমৎকার আলো-আঁধারের দৃশ্য। ক্যামেরাটা সঙ্গে থাকলে ফ্রেমে বন্দি করে রাখা যেত। পা দুটো তার উশখুশ করে। এরা নাচতে চায়। তাদের ইচ্ছা পূরণ করে সে। খানিক নেচে আবারও হাঁটে সামনের দিকে। চোখ দুটো তার বড় রসিক। জলে ভাসা ফড়িংয়েরা কাছে আসে ভালোবেসে। তাকে দেখে আবার জলে ডুব মারে। গেল কই? মেয়েটি হাসে। জলে নেমে যায় পা দুটি।

 

সমুদ্রের পাড়েই বৃষ্টিতে ভেজা নীলকণ্ঠ হাতে নেয় মেয়েটি। আকাশ থেকে নেমে আসে জলপরীরা। পরীদের সঙ্গে মিশে যায় সেই জল। পবিত্র হয় মন। পবিত্র মনে চেয়ে থাকি অপলক মিষ্টি হাসির একটি মেয়ের দিকে। কল্পনা থেকে বের হয়ে বাস্তবে এসে দেখি সামনে বসে আছেন মেহজাবীন চৌধুরী। প্রকৃতি জানান দেয় এটা বৈশাখ মাস। আজ ১৯ এপ্রিল তার শুভ জন্মদিন।

আরও পড়ুন                              

 

প্রকৃতি তার স্বরূপে হাজির হবে এটাই স্বাভাবিক। মানুষের ওপর তার প্রভাব পড়বে এটাও স্বাভাবিক। এই যেমনটা বৈশাখী জামা পরে বসে আছেন মেহজাবীন। সাবলীল ভাষায় বলতে গেলে, চঞ্চল প্রকৃতির এই মেয়েটি অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। তবে বর্তমানে ওটিটি ও একক নাটকগুলোতেই বেশি অভিনয় করেন তিনি। সেই সঙ্গে নিয়মিত নাচের অনুষ্ঠানগুলোতেও দেখা মেলে তার। ঈদ কিংবা বিশেষ কোনো দিবস মানেই এখন মেহজাবীনের নাটক। তবে এবারের ঈদে নেই তিনি টেলিভিশনের কোনো নাটকে।

Leave a Reply

Translate »