আইকোনিক ফোকাস ডেস্কঃ চীন ও নিজের চীনাভক্তদের খুশি করতে ক্ষমা চাইলেন জনপ্রিয় রেসলার ও ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯’ তারকা জন সিনা।
তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলেছিলেন তিনি। এতেই সমালোচনার মুখে পড়েন সিনা। পরে বাধ্য হয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চান ও এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
চলতি মাসের শুরুতে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯’ এর প্রচারণায় তাইওয়ানে যান জন সিনা। সেখানে একটি চ্যানেলে তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে মন্তব্য করেন। এরপরই জন সিনার সিনেমা বয়কটের তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
পরে অনেকটা বাধ্য হয়েই জনপ্রিয় এ রেসলার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, আমি ভুল করে ফেলেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই দুঃখিত। চীনের মানুষকে আমি ভালোবাসি এবং তাদের সম্মান করি- এটি বোঝার চেষ্টা করুন।
তার এমন স্ট্যাটাসের পর সমালোচনা পিছু ছাড়ে তার। যদিও শুরু থেকেই জন সিনার পক্ষ নিয়ে অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, নিজ থেকে ইচ্ছা করে ওই কথা বলেননি সিনা। তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চলচ্চিত্রের ক্ষেত্র এখন চীন। চীনে করোনার প্রাদূর্ভাব কমে যাওয়ায় সেখানে সিনেমা ব্যবসাসফল হচ্ছে। এই কারণে তাইওয়ানকে আলাদা দেশ বলে চীনের রোষানলে পড়তে চায়নি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নির্মাতারা। চীনা দর্শক ধরে রাখতে তাই নেটদুনিয়ায় দুঃখপ্রকাশ করতেই হলো জন সিনাকে।