আইকোনিক ফোকাস ডেস্কঃ জনপ্রিয় টিকটকার মেঘা ঠাকুরের (২১) আকস্মিক মৃত্যু হয়েছে। গেল সপ্তাহেই কানাডায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। কানাডায় বসবাস করলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন।
সম্প্রতি মেঘার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বাবা-মায়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতেই জানানো হয় মেঘার মৃত্যুর খবর। এতে স্তম্ভিত হয়ে যায় তার অজস্র ভক্ত।
ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে মেঘার বাবা-মা লেখেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনের আলো, আমাদের ফুটফুটে মেয়ে মেঘা ঠাকুর (২৪ নভেম্বর) সকালে আচমকা এবং অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। সবাই তার আত্মার শান্তিকামনা করবেন।’তবে ঠিক কীভাবে, কী কারণে মেঘার মৃত্যু হয়েছে, বিবৃতিতে তা জানাননি মেঘার বাবা-মা। মেঘার এমন আচমকা মৃত্যুতে তার ভক্ত ও অনুসারীরা চমকে গেছেন।
একাধিক সূত্র থেকে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণেই মেঘার মৃত্যু হতে পারে। কারণ, মৃত্যুর মাস চারেক আগে মেঘার একটি ভিডিওতে তার অসুস্থতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। চার মাস আগের একটি ভিডিওতে মেঘা জানিয়েছিলেন, উদ্বেগের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থও হয়ে উঠেছিলেন।