আইকোনিক ফোকাস ডেস্কঃ চলতি আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। দলের অন্যতম অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বুঝিয়ে দেয়া দলের দায়িত্ব। চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক জাদেজার নেতৃত্বে আট
ম্যাচে জয় পায় মাত্র দুটি ম্যাচ। ব্যাটে-বলে দুর্দান্ত জাদেজা অধিনায়কত্বটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তাই তো ফের নেতৃত্ব ফিরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনির কাছে। নেতৃত্ব ফিরে পেয়েই দলকে জেতালেন ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ২০২ রান তোলা চেন্নাই জিতেছে ১৩ রানে। তার আগে ধোনি জানান, নিজের ভবিষ্যৎ ভাবনার কথা।
চেন্নাইয়ের হয়ে খেলবেন কী না এমন প্রশ্নে ধোনি জানান, ‘আগামী মৌসুমেও আমাকে হলুদ জার্সিতে দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার বদলাতেও পারে। সেটা এখনই বলতে পারছি না কিন্তু, জার্সির রং হলুদই থাকবে।
’
বিগত ম্যাচগুলোতে ব্যর্থতা নিয়ে ধোনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি আমাদের বুঝতে হবে। গত ম্যাচগুলোতে আমরা বেশ কিছু ক্যাচ ছেড়েছি। সেটা করলে হবে না। কারণ ওই ভুলগুলোই ম্যাচ হারিয়ে দেয়। আমাদের সেই জায়গাগুলো ঠিক করতে হবে।’