আইকোনিক ফোকাস ডেস্কঃ নব্বইয়ের দশকে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল বাংলাদেশ টেলিভিশনে ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’ প্রচারের পর। প্রতি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর দর্শকেরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতেন। ‘আলিফ লায়লা, আলিফ লায়লা’ ভেসে আসত সিরিয়ালের শুরুতেই সূচনা সংগীতের সেই গানের কথা লিখেছেন ও সুর করেছেন বলিউডের নামী সুরকার, গীতিকার ও প্লেব্যাক শিল্পী রবীন্দ্র জৈন।
এ শিল্পীর প্রয়াণ দিবস ছিল গতকাল। এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অনেকেই স্মরণ করেছেন নানাভাবে।
ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। ১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি হিন্দি ভাষায় ভারতীয় চ্যানেল দূরদর্শন ন্যাশনালে প্রচারে এসেছিল; এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে সিরিয়ালটি বাংলায় ডাবিং করে ঢাকায় পাঠানো হয়েছিল। বিটিভিতে সেটি প্রচারের পর তুমুল আলোচিত হয়েছিল।