চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করতে যেভাবে পরিচর্যা করবেন?

আইকোনিক ফোকাস ডেস্কঃচুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করার জন্য প্রতিদিন চুলের পরিচর্যা করার সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশেষ করে যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির, লালচে ভাব দেখা যায় সেক্ষেত্রে একটু সতর্ক হয়েই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। নরম এবং মোলায়েম চুল পেতে চাইলে কী কী করতে হবে এবং কোন কোন জিনিস একেবারেই করবেন না, সেগুলো একনজরে দেখে নেওয়া যাক। সারাবছর সব মরসুমেই চুলের সঠিক ভাবে যত্ন নেওয়া প্রয়োজন। গ্রীষ্ম, বর্ষা, শীত- এই তিন মরশুমেই চুলের একাধিক সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল চুলের রুক্ষ শুষ্ক ভাব বজায় থাকা। 

চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য যা করবেন:

অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না- সপ্তাহে তিনদিন শ্যাম্পু করুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা পারলে রোজই শ্যাম্পু করুন। কিন্তু একগাদা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন না। শ্যাম্পু অল্প পরিমাণে নিন। তারপর একটু জল মিশিয়ে, পারলে সামান্য হাল্কা গরম জল মিশিয়ে শ্যাম্পু চুলে লাগানো উচিত। ঠান্ডা জল মেশালেও চলবে। কোনওভাবেই সরাসরি শ্যাম্পু চুলে লাগাবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুল আরও বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। 

আরও পড়ুন ঃজিমেইলের স্টোরেজ শেষ হলে যা করবেন

কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করা প্রয়োজন- যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার আগে তেল ম্যাসাজ করুন। আর শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার এবং হেয়ার সিরাম। শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ভালভাবে চুল থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। চুল মোছার জন্য নরম সুতির গামছা বা নরম তোয়ালে ব্যবহার করা প্রয়োজন। এর ফলে চুল ভাল থাকে। 

হেয়ার মাস্ক ব্যবহার করুন- রুক্ষ, শুষ্ক চুলের সমস্যা দূর করতে কন্ডিশনার এবং হেয়ার সিরাম ছাড়াও চুলে ব্যবহার করা প্রয়োজন হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত দু’দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনার চুল নরম, মোলায়েম থাকবে। এর পাশাপাশি চুলের উজ্জ্বলতাও বাড়বে। তবে হেয়ার মাস্ক ভালভাবে ধুয়ে চুল থেকে তুলে নেওয়া প্রয়োজন। নাহলে চুলের সমস্যা বাড়বে। রুক্ষ, শুষ্ক চুলের ধাত থাকলে হেয়ার ড্রায়ার জাতীয় জিনিস যত কম ব্যবহার করতে পারবেন আপনার চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

Leave a Reply

Translate »