আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি কেনিয়ায় সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন, সেটি তার মনে আঁচড় কেটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা কেনিয়া পৌঁছে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করেছেন। সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, আমি খুব অস্থির, আমার মস্তিস্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকেই মন খুব বিষাদে ছেয়ে আছে। চারদিকে যে হাহাকার দেখছি, তা সত্যিই সহ্য করা যায় না। তবুও এই সফর শেষ করতেই হবে।
প্রিয়াঙ্কা আরও লিখেছেন, খিদের জ্বালায় কেনিয়ার শিশুরা মরতে বসেছে। চারদিকে যেন মৃত্যুর মিছিল। তবে জীবনের আরেক নাম আশা। তাই আমি মনে-প্রাণে বিশ্বাস করি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে।