চাঁদপুরের ইলিশ বাড়ির সবাইকে গিফট করবে কৌশানী

আইকোনিক ফোকাস ডেস্কঃ পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য গেলো সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিশ্রাম নিয়ে দুপুরের পর চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

 

ছয়-সাত দিন পর কলকাতায় ফিরে যাবেন কৌশানী। শারদীয় দূর্গোৎসবে বাড়ি ফিরে পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান এই নায়িকা। এরপর তিনি মায়ের হাতে শর্ষে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যান করছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আরটিভি নিউজকে এসব কথা জানিয়েছেন টালিউডের এই সুন্দরী।

 

কৌশানী বলেন, ‘ইলিশ মাছ প্রতিটি বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্ষে ইলিশ, ইলিশের ঝোল, ভাত, ডাল এসব বলতে গেলেই জ্বিভে জল এসে যায়। তবে ইলিশের কাঁটা নিয়ে খুব ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুন লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরবো, চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রচুর ইলিশ বাড়ির সবাইকে গিফট করবো। আর মায়ের হাতে শর্ষে ইলিশ রান্না করে খাবো।

Leave a Reply

Translate »