চঞ্চল-বাবু এবার একসাথে

আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রথমবার ট্রাকচালক হয়ে পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী। আজ বৃহস্পতিবার রাত আটটায় অনম বিশ্বাস পরিচালিত প্রায় ১০০ মিনিটের মিস্ট্রি-ড্রামা জরানার ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে।

জীবনে প্রথমবার ট্রাকচালনার ব্যাপারটা ভীষণ কষ্টকর ছিল বলে জানালেন চঞ্চল। এই ছবির জন্য রাজেন্দ্রপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক ও আশপাশে সাত দিন ট্রাক চালিয়ে শুটিং করেছেন তিনি। চঞ্চল বললেন, ‘তাকদীর–এ ফ্রিজার ভ্যান চালিয়েছি, যেটা প্রাইভেট কারের চেয়ে একটু বড়। আমার জন্য ওটাই ছিল কষ্টকর এক অভিজ্ঞতা। আমি সব সময় অটো প্রাইভেট কার চালাই। তাকদীর–এর অভিজ্ঞতায় বুঝেছি, ম্যানুয়াল গাড়ি চালানো খুব কঠিন। আর এটা তো পাঁচ টনের একটি ট্রাক। ট্রাকটাও পুরোনো। গিয়ারে চাপ দিলে সরে যাচ্ছে। নানান সমস্যা। এটা আয়ত্তে আনা, উফ্‌, কী যে কষ্ট! ড্রাইভিং শেখার জন্য আলাদা সময় পাইনি। একই সঙ্গে শিখেছি এবং শুটিং করেছি।‘

‘দুই দিনের দুনিয়া’ দিয়ে অনেক দিন পর পর্দায় এক হচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। আর ওটিটিতে এটি এই জুটির প্রথম কাজ। জামশেদ নামের অদ্ভুত ও রহস্যময় এক লোকের চরিত্র করছেন ফজলুর রহমান বাবু।

Leave a Reply

Translate »