ঘরোয়া উপায়ে যেভাবে খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ শীত এলেই ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। আর এতে করে আমাদের শরীরের চামড়ার সঙ্গে মাথার চামড়াও উঠে যারফলে বেরে যায় খুশকির সমস্যা। কিন্তু শ্যাম্পুর করলেও শীতের সময় খুশকি যেন কোনোভাবেই দূর হতে চায় না। সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।

দেখে নিন ঘরোয়া পদ্ধতিগুলো-

আদা আর লেবুর রস
একটি বাটিতে আদা আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালোভাবে মাথায় লাগিয়ে কিছুক্ষণের জন্য শুকাতে দিন।এরপর শ্যাম্পু করে নিন।

টকদই
টকদই একটি বাটিতে ভালোভাবে ফেটিয়ে নিন। চুলের গোড়ায় মিশ্রণটি লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। মাথা শুকিয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

ভিনেগার
অ্যাপেল সিডার ভিনেগার খুশকির জন্য বেশ ভালো কাজ করে। অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে পানি মিশিয়ে তা আধাঘণ্টা মাথায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন।

Leave a Reply

Translate »