গায়িকা সরিতা চৌধুরীর মৃত্যুতে ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের হরিয়ানার সোনিপতের জনপ্রিয় ফোক গায়িকা সরিতা চৌধুরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল সোমবার (৭ ফেব্রুয়ারি) নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়। ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, সোনিপতের সেক্টর ১৫-এর হাউজিং বোর্ড কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন সরিতা। তার দুই সন্তানের মধ্যে মেয়ে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন, ছেলেও পড়াশোনা করে। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন। সরিতার মৃত্যুর খবরে তার পরিবার ও ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে সরিতার মৃত্যু হয়েছে। তদন্ত করতে পুলিশ আত্মীয়স্বজন ছাড়াও পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Reply

Translate »