গায়ক নোবেলের পেজ হ্যাক

আইকোনিক ফোকাস ডেস্কঃ এ প্রজন্মের সংগীতশিল্পী মঈনুল আহসান নোবেল। গানের চেয়ে নানান বিতর্কেই শিরোনামে থাকেন এই গায়ক। বিশেষ করে তার ব্যক্তিজীবনের কারণেই বেশি আলোচনা-সমালোচনার সম্মুখীন হন নোবেল। ফের আলোচনায় এসেছেন তিনি।

তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লীল ভিডিও ও ছবি। শুধু তা-ই নয়, পেজ থেকে প্রচার করা হচ্ছে জুয়ার সাইটের বিজ্ঞাপন। তবে একটি সূত্র বলছে, গায়কের ফেসবুক পেজ হ্যাক করে এসব করা হচ্ছে। পেজটি উদ্ধারে তৎপরতা চলছে।

আরও পড়ুনঃ আমি ভারতীয় নাগরিক নই

পেজ হয়েছে নাকি হয়নি এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নোবেল। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে তিনি বলেন, আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।

এ প্রসঙ্গে নোবেল আরও বলেন, আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।

Leave a Reply

Translate »