আইকোনিক ফোকাস ডেস্কঃ সাড়ে চার হাজার বছরের পুরোনো মিসরের প্রাচীন শাসকদের নির্মিত ৬টি সূর্য মন্দিরের মধ্যে আরও একটির সন্ধান পাওয়া গেছে।
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু গোরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় মন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা। ধারণা করা হচ্ছে, মন্দিরটি খ্রিস্টপূর্ব ২৫ শতকের।
প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, মন্দিরটি মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল। তবে কোন রাজার শাসনামলে নির্মাণ করা হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে বুঝতে পারেননি তারা। মন্দিরের ভেতর বিশাল উঠানের মতো খালি জায়গা রয়েছে। এ ছাড়া ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। সেখানেই মিলিত হয়ে সূর্যের আরাধনা করা হতো। এর আগে ১৮৯৮ সালে একই জায়গায় আরেকটি মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল।