আইকোনিক ফোকাস ডেস্কঃমঈন আলীর বাবার বাড়ি পাকিস্তান, তার বেড়ে ওঠা ইংল্যান্ডের বার্মিংহাম। তবে বিয়েটা করেছেন বাংলাদেশে সিলেটের মেয়ে ফিরোজা হোসেনকে। শ্বশুরবাড়ি সিলেটে হলেও আসা হয়নি কোনোদিন। তবে খেলার সূত্রে এবারই প্রথম পা পড়েছে শ্বশুরের এলাকায়।
ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী অল-রাউন্ডার বাংলাদেশে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে। সেই সুবাধে সিলেটেও যাওয়া হলো তার। মঈনের স্ত্রী ফিরোজা হোসেনের জন্ম ইংল্যান্ডে, সেখানেই বেড়ে ওঠা। মঈনের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, অতঃপর বিয়ে। ফিরোজার আদি বাসস্থান সিলেটের পীর মহল্লা এলাকায়।
২০১৬ সালে হলি আর্টিজানে হামলার পর ইংল্যান্ড দলের বেশ কয়েকজন বাংলাদেশ সফরে আসেননি। মঈন আলীও চান তবে শেষ পর্যন্ত আসতে হয়। সেটা স্ত্রী ফিরোজার কারণে। সেবার আসলেও সিলেট যাওয়া হয়নি মঈনের।
এবার স্ত্রী না বললেও মঈন বাংলাদেশে এসেছেন, সিলেটেও যাওয়া হয়েছে কিন্তু ফিরোজাকে ছাড়া। তবুও আপ্লুত মঈন শশুরের এলাকায় এসে। তার কাছে পাকিস্তান, ইংল্যান্ড আর বাংলাদেশ একই মনে হয়।
রোববার গণমাধ্যমে মঈন বলেছেন, ‘বাংলাদেশও বাড়ি, পাকিস্তানও বাড়ি, ইংল্যান্ডও বাড়ি। আমার কাছে সব একইরকম মনে হয়। আমার শ্বশুরবাড়ির সবাই এখানের। তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি প্রথমবার সিলেটে এলাম। তারা সবসময় আমাকে বলে, সিলেটে চলো, সিলেটে চলো। কিন্তু সময় বের করতে পারি না।