খেলতে পারবেন প্রথম টেস্টে সুস্থ শরিফুল ইসলাম।

আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ম্যাচও খেলতে পারেননি তরুণ পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে তাকে ফিরতে হয়েছিল দেশে। তার চোট নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চোট কাটিয়ে খেলেছেন

ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।তবে চোট ছাড়াও শারীরিক অসুস্থতার কারণে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শরিফুলকে একাদশে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে ডিপিএল শেষে শরিফুলকে সিঙ্গাপুর পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

চিকিৎসা শেষে জানা যায়, তার অস্ত্রোপচার লাগছে না। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে পাওয়া নিয়ে কোনও শঙ্কা নেই। যদিও দল ঘোষণার সময় জানানো হয়, ফিটনেসের ওপর নির্ভর করবে শরিফুলের প্রথম টেস্টে খেলা।

শরিফুল সুস্থ হলেও এখন তার জন্য বাকি রইলো ফিটনেস পরীক্ষায় উৎরে যাওয়া। আগামী ৮ মে বাংলাদেশ দল চট্টগ্রাম চলে যাবে প্রথম ম্যাচ খেলতে। সেখানে ৯ মে থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।

শরিফুল প্রথম টেস্ট থেকে ফিরলেও কাঁধের চোটের কারণে তাসকিনকে রাখা হয়নি দলে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তাসকিন।

Leave a Reply

Translate »