নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ।
কোচ ডমিঙ্গো চেয়েছিলেন এই সিরিজের আগেই স্কোয়াড ঘোষণা করতে। সেটি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এবার বিষয়টি নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
জানা গেছে, ১০ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, সিরিজের আগে দলটা দিলে ভালো হতো।
সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো পারত। কিছু তো করার নেই। এই মুহূর্তে আমাদের কাজটা ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।
রিয়াদ বলেন, কোচের সঙ্গে আমার আলাপ হয়েছে। নির্বাচকরাও তাদের মত দিবেন। সম্ভবত শিগগিরই বিশ্বকাপ দল ঘোষণা হবে।