খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত

আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয় বাংলাদেশে। লম্বা সময় পর আবারও ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে পারার সুযোগ পেয়ে দলের অন্যতম অলরাউন্ডার রুমানা আহমেদ বলেছেন, ‘গতকাল রাতে খবরটা পেয়ে খুব ভালো লাগছে। দশ বছর পর আমাদের দেশে বিশ্বকাপ খেলতে পারব। এটা আমাদের জন্য অনেক গৌরবের। নিজেদের জায়গায় খেলার ফলে আলাদা একটা সুবিধা পাওয়া যায়।’

রোমাঞ্চ ছুঁয়ে গেছে দলের অধিনায়ক নিগার সুলতানাকে। গণমাধ্যমে অধিনায়ক বলছিলেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ, নিজের দেশে বিশ্বকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না। জানি না কী হবে… বেঁচে থাকলে খেলার সুযোগ পেলে আমাদের জন্য বড় একটা বিষয়। নিজের দেশের একটা বাড়তি সুবিধা থাকে, দর্শকদের সমর্থন থাকে যা দলকে উজ্জীবিত করতে অনেক বেশি সাহায্য করে।’

নিগার আরও বলেন, ‘আইসিসি যখন থেকে নারীদের ইভেন্টগুলো ভাগাভাগি করছিল, তখন থেকে অভিপ্রায় কিন্তু এটাই ছিল যেন আইসিসি নারী ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে পারে। আমার কাছে মনে হয়, যেহেতু শুধু এটা নারীদের বিশ্বকাপ, বিশ্বজুড়ে ভালো নজরে থাকবে। আর বাংলাদেশের ক্রিকেটেও মনোযোগ থাকবে।

Leave a Reply

Translate »