আইকোনিক ফোকাস ডেস্কঃ হুট করে কেন ব্যাচেলর পয়েন্টে দর্শকরা আপনাকে দেখতে পারছে না? এমন প্রশ্নের জবাব শামীম হাসান কালের কণ্ঠকে বলেন, ‘অফিসিয়ালি বললে আমি বলবো ব্যক্তিগত কারণে। কিন্তু সত্যি কথা বলতে আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করবো না। অনেক সময় দিতে হয়। এই সময় দিতে গিয়ে আমি আমার রুট- যে ম্যাঙ্গো স্কোয়াডের কারণে মানুষজন শামীম হাসান সরকারকে চিনেছে সেই ম্যাঙ্গো স্কোয়াডকে আমি সময় দিতে পারছি না। এটা আমি মানতে পারছি না। তাই ধারাবাহিককে গুড বাই।’
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে অভিনয় করছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করলে শামীম হাসান সরকার বলেন, ‘এটাই আমার সর্বশেষ ধারাবাহিক। ফ্যামিলি ক্রাইসিস শেষ হলে আমাকে কেউ আর ধারাবাহিক নাটকে দেখতে পারবেন না।’
ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলের প্রতিটি ভিডিওতে শামীম হাসান সরকারের উপস্থিতি থাকে সাবলীল। তাঁর এই সাবলীল অভিনয় টেলিভিশন নির্মাতাদের মুগ্ধ করে। মাবরুর রশিদ বান্নাহ’র নাইন অ্যান্ড হাফ দিয়ে মূলধারার শোবিজে প্রবেশ করেন শামীম হাসান। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটক দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যাচেলর পয়েন্টে শামীম হাসানের উপস্থিতি দর্শকদের অন্যরকম আনন্দ দিত বলেও সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন নেটিজেনরা।
ধারাবাহিকে অভিনয় করবেন না শামীম হাসান সরকার, তবে অভিনয় ক্যারিয়ারের কী হবে? সোজা সাপ্টা উত্তর দিলেন শামীম। বললেন, ‘শুধু ধারাবাহিক তো আর অভিনয়ের প্রধান জায়গা নয়। আমি অভিনয় করবো। একক নাটকে নিয়মিত অভিনয় করবো। ধারাবাহিকে সময় বেশি ব্যয় হয়, সেখানে আমি আর নিজেকে যুক্ত করবো না। আপাতত সামনের সময়টাতে আমি ম্যাঙ্গো স্কোয়াডের জন্য প্রচুর ভিডিও বানানোতে মনোয দিচ্ছি, এখন পর্যন্ত এই আপডেট।’
ব্যাচেলর পয়েন্টের নির্মাতা অমি ইঙ্গিত দিয়েছিলেন একটা ‘সার্টেন টাইম’ পর শামীম হাসান সরকার ও তৌসিফ মাহবুব মাহবুব ফিরবেন। তবে শামীম হাসান সরকারের কথায় এটা স্পষ্ট হলো যে তিনি ব্যাচেলর পয়েন্ট কেন কোনো ধারাবাহিকেই ফিরছেন না।