জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস। গ্রাহকদের মন জয় করতে এই অ্যাপে নিয়মিত নতুন ফিচার যুক্ত হয়। সম্প্রতি আরও একটি নতুন ফিচারের খরচ সামনে এসেছে। জানা গিয়েছে এবার থেকে গুগল ম্যাপসে নেভিগেশন শুরু করার আগেই জেনে যাওয়া যাবে যাত্রা পথে টোল দিতে মোট কত খরচ হবে।
ইতিমধ্যেই গুগল ম্যাপের মাধ্যমে নেভিগেশন শুরুর আগে যাত্রাপথে টল রয়েছে কি না তা জেনে নেওয়া যায়। চাইলে যে রুটে টোল নেই সেই রুট সিলেক্ট করতে পারেন গ্রাহকরা।
আর এই ফিচারের উপরেই নতুন ফিচার যোগ করতে চলেছে গুগল। এর ফলে কোন ট্রিপ শুরু করার আগেই মোট কত টাকা টোলের জন্য খরচ হবে তা জানা যাবে। সম্প্রতি অ্যানড্রয়েড পুলিশে নতুন এই ফিচারের কথা জানিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে শীঘ্রই নতুন এই ফিচার শুরু করতে পারে গুগল ম্যাপস।
রিপোর্টে জানানো হয়েছে প্রিভিউ প্রোগ্রাম ইতিমধ্যেই দেখা গিয়েছে। এর ফলে মনে করা হচ্ছে শিগগিরই গুগল ম্যাপসে এই ফিচার চলে আসতে পারে।
রিপোর্টে জানানো হয়েছে ড্রাইভিং রুটের পাশেই টোলের দাম দেখিয়ে দেবে গুগল ম্যাপ। যার ফলে রুট সিলেক্ট করার আগে সিদ্ধান্ত নিতে পারবেন গ্রাহকরা।
এই ফিচার গুগল ম্যাপসে যুক্ত হলে ঠিক কবে এই ফিচার হাজির হবে রিপোর্টে সেই তথ্য পরিষ্কার করেনি অ্যানড্রয়েড পুলিশ। এছাড়াও নির্দিষ্ট কিছু এলাকায় এই ফিচার ব্যবহার করা যাবে না সব তোল প্লাজার খরচ জানা যাবে জানা যায়নি সেই তথ্যও।