আইকোনিক ফোকাস ডেস্কঃ অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। মুক্তির প্রথম দিনেই (১৪ এপ্রিল) ভারতে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সিনেমাটি। সেই ধারা বিদ্যমান। যে সিনেমাটি ঘিরে এত আলোচনা, সেটি সম্পাদনা করেছে ১৯ বছরের এক তরুণ। নাম উজ্জ্বল কুলকার্নি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এডিট করতেন উজ্জ্বল। তার কাজ চোখে পড়ে ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীলের। ভীষণ পছন্দ হয় নির্মাতার। তিনি বুঝতে পারেন যে, এই ছেলের মেধা কাজে লাগাতে পারলে দুর্দান্ত কিছু হবে। সেই উপলব্ধি থেকেই উজ্জ্বলকে নিজের দলে যুক্ত করেন। দায়িত্ব দেন ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সম্পাদনার। নির্মাতাকে হতাশ করেনি উজ্জ্বল। চোখ ধাঁধানো এডিট করে মুগ্ধ করেছেন সবাইকে।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় ভারতীয় এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নেয়। তাইতো সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।