আইকোনিক ফোকাস ডেস্কঃ গত রোববার অলিম্পিক লিয়ঁ’র বিপক্ষে খেলতে নামে পিএসজি। ওই ম্যাচটিতে পিএসজি জয় পেলেও ৭৫ মিনিটের মাথায় তুলে নেয়া হয় মেসিকে।
এর কারণ ছিল মেসির খোঁড়ানো। তুলে নেয়ায় কোচের উপর ক্ষোভ ঝাড়তেও দেখা যায় মেসিকে। সেই খোঁড়ানো শেষ পর্যন্ত ছিটকে দেয় মেটজের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে।
এবার মোঁপেলিয়ের বিপক্ষেও খেলা হচ্ছে না লিওনেল মেসির। হাঁটুর চোটের মেটজের বিপক্ষে খেলতে না পারলেও প্রত্যাশা ছিল মোঁপেলিয়ের বিপক্ষে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন তারকা।
মেটজের বিপক্ষে ম্যাচের আগের দিন পিএসজি জানায় ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং দুইবার এমআরআই করানো হবে। তাই সময় নিয়েছিলেন তারা। পর্যবেক্ষণ শেষে আশানুরূপ ফল না পাওয়ায় মোঁপেলিয়ের বিপক্ষে ঝুঁকি নিতে যাচ্ছে না পিএসজি। তবে আগামী রোববার আবারও পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে মেসি পরের ম্যাচে খেলতে পারবেন কী না।
পিএসজি আশা করছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে ফিরবেন মেসি।