কলকাতা পুলিশের ভরসা কেনো ‘পুষ্পা’

আইকোনিক ফোকাস ডেস্কঃ মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে পুষ্পার ডায়লগ। এমন হওয়াটাই স্বাভাবিক। কেননা, বড় বাজেটের বলিউড-হলিউড সিনেমাকেও টপকে গেছে পুষ্পা।

সুকুমার পরিচালিত এই সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাইবার সতর্কতা বাড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

গেল সোমবার (৩১ জানুয়ারি) কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি ছিল এ রকম- স্রীনু পুষ্পাকে ফোন করে বলছেন, ‘কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল।’ ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছেন, ‘আমায় বোকা ভেবেছ? এখনই তোর নম্বর সাইবার পিএসকে হোয়াটসঅ্যাপ করছি।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লটারি ফ্রডের মতো হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনো ফোনে ওটিপি চাইলে তা কখনই প্রকাশ করা উচিত নয়।

Leave a Reply

Translate »