কত দেখা, কত কথা, কত স্মৃতি, আহারে জীবনঃ চঞ্চল চৌধুরী

আইকোনিক ফোকাস ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ। দীর্ঘদিন ধরেই ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন তিনি। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।

মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই তার আত্মার শান্তি কামনা করে দীর্ঘদিনের সহকর্মীরা জানাচ্ছেন সমবেদনা। অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শেষ কবে দেখা হয়েছিল, কী কথা হয়েছিল আপনার সঙ্গে, কিছুই মনে করতে পারছি না। কত দেখা, কত কথা, কত স্মৃতি! আহারে জীবন!’

তিনি আরও লেখেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আপনি ছিলেন কখনও ডিরের্ক্টর, কখনও সহশিল্পী, কখনও সতীর্থ, কখনও অগ্রজ, কখনও বন্ধুর মতোন। প্রবাসে বসে গতকালও আপনাকে নিয়েই আলোচনা। শেষ দেখাটা হলো না। আপনার আত্মার শান্তি হোক।

Leave a Reply

Translate »