নাপোলির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রাধাণ্য নিয়ে খেলে, শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচটি তারা জিততে পারেনি। ৬০ মিনিটে রবার্ত লেভানদোস্কি বার্সাকে এগিয়ে দিলেও ৭৫ মিনিটে ভিক্টর ওসিমেনের গোল সমতায় ফিরিয়েছে স্বাগতিকদের। ১-১ গোলেই শেষ হয়েছে ম্যাচ।
চ্রাম্পিয়ন্স লিগে ড্রয়ের রাত হতো এটি, হয়নি, আর্সেনালের বিপক্ষে ওয়েন্ডারসন গালেনোর শেষ মুহূর্তের গোলে পোর্তো জিতে গেলে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে গেলানোর আচমকা শটে পাওয়া ঐ গোল উচ্ছ্বাসে ভাসিয়েছে স্বাগতিক সমর্থকদের। নেপলসে ওসিমেনের গোলটা যেমন। ৭৫ মিনিটে ঐ গোলের আগে আক্ষরিক অর্থেই বার্সার পোস্টে কোন শট নিতে পারেনি নাপোলি।
আড়ও পরুনঃ অষ্টম ব্যালন ডি অর ম্যারাডোনাকে উৎসর্গ
বার্সা সেখানে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দুটি সুযোগ তৈরী করেছিল। দুবারই স্বাগতিকদের বাঁচিয়েছেন গোলরক্ষক অ্যালেক্স মিরেত। তবে দ্বিতীয়ার্ধে পেদ্রি থ্রু পাসে লেভানদোস্কির প্লেসিং শটে হার মেনেছেন তিনি।
এ গোলেই বার্সা যখন জয়ের সুবাস পেতে চলেছে তখনি জ্বলে উঠেছেন গত মৌসুমে নাপোলিকে স্কুদেত্তো জেতানোর মূল কারিগর ওসিমেন।
আন্দ্রে আংগিসার থ্রু পাস ধরে বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেসের বাধা পেরিয়ে বল জালে জড়িয়ে দিয়েছেন। বার্সেলোনায় দ্বিতীয় লেগেই তাই মিমাংসা হবে কারা যাবে শেষ আটে। পোর্তোর মাঠে পিছিয়ে পড়া আর্সেনালও ঘরের মাঠে থাকবে সেই অপেক্ষায়। গোলডটকম।