আইকোনিক ফোকাস ডেস্কঃ হাওয়ায় সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে প্রশংসায় যখন ভাসছেন নাজিফা তুষি, ঠিক তখনই একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গণমাধ্যমে তাড়াতাড়ি সাক্ষাৎকার দেওয়ার সময় ‘হাওয়া’র পোস্টারের সঙ্গে থাকা অন্য দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাতে বলেন।
যদিও এসব দেখে বাকরুদ্ধ অভিনেত্রী। তাই এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে এর ভিডিও ধারণ করে আবার বিতর্ক তৈরি হবে। খুব সিম্পল একটা বিষয়কে অন্য দিকে নিয়ে গেছেন সবাই। এ ধরনের রিয়্যাক্ট করবে সবাই, তা আমি কল্পনা করতে পারিনি।’
ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গতকাল (১ আগস্ট) শ্যামলী সিনেমা হলে গিয়েছিলাম ‘হাওয়া’র প্রচারণায়। দর্শকদের সঙ্গে বসে ছবিও দেখেছি। তাদের অনুভূতি জানতে চাওয়াই উদ্দেশ্য ছিল। সেখানে কয়েকজন সাংবাদিক বললেন আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনার একটা সাক্ষাৎকার আমাদের দিতেই হবে। তখন আমি ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই।’
তিনি আরও বলেন, সাধারণত সবাই তাই করে। নিজের ছবির পোস্টার আশপাশে থাকলে তার সামনে দাঁড়ায়। তখন দেখলাম ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাচ্ছে সিনেমা হলেরই লোকজন। জায়গাটা পরিষ্কার করছে সাংবাদিকদের জন্য। তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি করতে। কারণ, হলের ভেতরে অনেকেই অপেক্ষা করছে। ব্যস আমার এই কথাতেই নেগেটিভ হয়ে গেছে! কিন্তু আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করিনি। তাহলে একটা ভিডিও দেখে কেন সবাই এভাবে নেগেটিভ চিন্তা করছেন আমাকে নিয়ে বুঝলাম না।