আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান। পাঁচ দশকের বেশি সময় দাপটের সঙ্গে অভিনয় জগতে ছিল তার পদচারণা। গেল বছরের এই দিনেই (২০ ফেব্রুয়ারি) পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দর্শকনন্দিত এই অভিনেতার আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর আগে সন্তানদের কাছে এখানেই চিরনিদ্রায় শায়িত হওয়ার কথা বলে যান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।
এ টি এম শামসুজ্জামান ছিলেন একাধারে কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান তিনি।
১৯৬৫ সালে চলচ্চিত্রের জন্য প্রথমবার চিত্রনাট্য লেখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’; যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।