টুর্নামেন্ট সেরা, বর্ষসেরা–এসব পুরস্কার নতুন নয় লিওনেল মেসির জন্য। তার ট্রফি শোকেসে এমন বহু পুরস্কার থরে থরে সাজানো। এবার সে তালিকায় যোগ হলো আরেকটি বর্ষসেরার পুরস্কার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম পূর্ণ মৌসুমে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার হাতে উঠেছে তার।
কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রায় দুই মাস খেলতে পারেননি মেসি। তারপরও ছাড়িয়ে গেছেন সবাইকে। এই মৌসুমে ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৬ গোলে। অর্থাৎ ৩৬ গোলে অবদান রেখেছেন মেসি। সুফল পেলেন বর্ষসেরা পুরস্কার হাতে তুলে।
এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে বেশি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ৩৩.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেস।
এর মাধ্যমে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লিগের বর্ষসেরার পুরস্কার জিতলেন মেসি।
বর্ষসেরা হওয়ার আনন্দে কোথায় বাকবাকুম করবেন মেসি, কিন্তু এই পুরস্কারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্টো এই বিশ্বকাপজয়ীর কণ্ঠে আক্ষেপ ঝরল, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পরও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমেছে। শনিবার শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস।