এবার স্বামীর বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী সারিকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল সারিকা সাবরিন। বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। চলতি বছর ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীকে। বছর না ঘুরতেই দ্বিতীয় বিয়ে নিয়েও পড়েছেন টানাপোড়ায়।

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রাহীর বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এ অভিনেত্রী। সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে বাদী হয়ে মামলা করেন সারিকা। ওই মামলার পরেই সারিকার স্বামী রাহীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সেই সঙ্গে এ বিষয় সংক্রান্ত সকল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

ওই মামলার অভিযোগ থেকে জানা গেছে, এ বছর ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন সারিকা-রাহী। তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল ২০ লাখ টাকা। মেয়ের বিয়েতে স্বামী রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার দেন সারিকার বাবা-মা।

কিন্তু বছর না ঘুরতেই ফের সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন রাহী। সেই সঙ্গে অভিনেত্রীকে শারীরিকভাবে নির্যাতনও করে আসছিলেন তিনি। গেল ৫ নভেম্বর (শনিবার) সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করলে, তা না দেওয়ায় এক কাপড়ে বাবার বাসায় পাঠিয়ে দেয় তাকে।

Leave a Reply

Translate »