আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি…সাদা সাদা কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে ধ্বনিত হয়েছে গানটি। এবার এই ভাইরাল গানে মেতেছে ওপার বাংলা।
কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসবে ‘সাদা সাদা কালা কালা’ গানটি জমিয়ে তুলেছে পুরো নন্দন চত্বর।
জানা গেছে, সকালে হল খোলার আগেই ‘হাওয়া’ দেখতে দর্শকরা ভিড় জমাচ্ছেন। রোদ মাথায় নিয়েই দাঁড়িয়ে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। মূলত ‘সাদা সাদা কালা কালা’ গানটির জন্যই দর্শকের এত আগ্রহ।
সাধারণ দর্শকের পাশাপাশি টালি পাড়ার তারকারাও ‘হাওয়া’ দেখতে হাজির হন। তারকা নির্মাতা রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিও সিনেমাটি উপভোগ করেন। সিনেমা দেখা শেষে চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবি তোলেন এই তারকা দম্পতি।