আইকোনিক ফোকাস ডেস্কঃ ইংল্যান্ডের জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর তিন মাস কোনো স্থায়ী কোচ ছিল না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ফলে নতুন স্থায়ী কোচের সন্ধান করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও স্পেন থেকে জামালদের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন অনেকে।
অবশেষে স্পেনের হাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। হাভিয়ের কাবরেরার প্রোফাইল দেখলে বাংলাদেশের অনেকেই অবাক হবেন। কারণ তিনি স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার দায়িত্ব পালন করেছেন। হাভিয়ের কাবরেরা কাজ করেছেন বার্সার যুব দলের সঙ্গে। তার দায়িত্ব ছিল মূল দলের জন্য নতুন খেলোয়াড় তৈরি করা।
৩৭ বছর বয়সী হাভিয়ের কাবরেরার সঙ্গে আপাতত এক বছরের চুক্তি হবে। জামালদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। এসেই শুরু করবেন কাজ।