আইকোনিক ফোকাস ডেস্কঃ সিলেটে ৩ দিনে ৬ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এর আগে ঢাকায় শুরু হওয়ার পর চট্টগ্রামে, এরপর আবারও ঢাকায় ফিরে বিপিএল। ঢাকার দ্বিতীয় পর্বে মাত্র দুই দিন খেলা হয়ে সিলেটে চলে যায় দলগুলো।
লিগ পর্বে চারটি দল ইতোমধ্যে ৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। দুটি দল খেলেছে ৮টি করে ম্যাচ। তবে এরমধ্যে দুটি দল নিশ্চিত করে ফেলেছে প্লে-অফ।
ফরচুন বরিশাল ৯টি ম্যাচে ৬ জয়ে রয়েছে টেবিলের শীর্ষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ম্যাচে ৫ জয়ে রয়েছে দুই নম্বরে। দুই দলেরই নিশ্চিত হয়েছে প্লে-অফ।
তিন নম্বরে থাকা মিনিস্টার ঢাকার এখনও একটি ম্যাচ বাকি। ঢাকার শেষ পর্বে বরিশালের বিপক্ষে ম্যাচটা হারলেই বাদ পড়তে হবে লিগ পর্ব থেকে। চার নম্বরে থাকা খুলনা টাইগার্সের বাকি এখনও দুটি ম্যাচ। তাই প্লে-অফে খেলার বড় সম্ভাবনা এখনও রয়েছে তাদের।
১৩ ফেব্রুয়ারি বিরতি দিয়ে ১৪ তারিখে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। একই দিন সন্ধ্যায় কোয়ালিফায়ার-১ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার-২ এবং ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচটি।