আইকোনিক ফোকাস ডেস্কঃ বিদেশ মাতিয়ে এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে গণঅর্থায়নে নির্মিত ছবি ‘আদিম’। এটি নির্মাণ করেছেন শামীম যুবরাজ। ইতোমধ্যে রাশিয়া, আমেরিকা, ইতালির নানান চলচ্চিত্র উৎসব মাতিয়েছে ছবিটি।
আগামী ১২ মে সারাদেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শামীম। সম্প্রতি ‘ভূয়সী প্রশংসা’সহ ছবিটির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। নির্মাতা জানান, রাশিয়া, আমেরিকা, ইতালির সিনেমাপ্রেমীরা ছবিটি দেখেছেন। সেইসঙ্গে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এটি। তাই আমরা চাই দেশের মানুষ ছবিটি দেখুক।
শামীম আরও বলেন, ইতোমধ্যে সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছি। তারা অনেক প্রশংসাও করেছেন ছবিটির। বর্তমানে ছবি মুক্তির বাকি প্রক্রিয়া শেষ করে আগামী ১২ মে ছবিটি মুক্তি দিতে চাই আমরা। জানা গেছে, ২০২২ সালের আগস্টে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘আদিম’।