এবারের ব্যান্ড ফেস্টে গান গাইবে ১৮ ব্যান্ড

আইকোনিক ফোকাস ডেস্কঃ শীত প্রায় চলেই এসেছে শহরে। একের পর এক কনসার্টের আয়োজনও হচ্ছে। তবে আগামী ডিসেম্বরে বছরের সবচেয়ে বড় কনসার্টটি হবে। আগামী ২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে ‘ব্যান্ড ফেস্ট’ কনসার্টে দেশের ১৮টি ব্যান্ড গান গাইবে।

এ আয়োজনে গাইবে নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, সোলস, অর্থহীন, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, পেন্টাগন, ক্রিপটিক ফেইট, অবসকিউর, দলছুট, ভাইকিং, পাওয়ার সার্জসহ জনপ্রিয় ব্যান্ডগুলো।

উল্ল্যেখ্য, প্রায় এক দশক আগে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’।

Leave a Reply

Translate »