আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন। একের পর এক ঘটনায় উত্তাল ছিল এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আনাগোনাও ছিল মাত্রাধিক। এ নিয়ে সাধারণ শিল্পীদের পাহাড় সমান অভিযোগ।
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ে আবারও চেয়ার হারিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শিল্পীদের ভোটে জয় পাওয়া চিত্রনায়ক জায়েদ খান ফিরে পেয়েছেন সেই চেয়ার।
বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আইনি লড়াইয়ে জয় পেয়ে এদিন বিকেলে এফডিসিতে যান জায়েদ খান। তার আসার খবরে কয়েকশ বহিরাগত প্রবেশ করে এফডিসিতে। প্রতিদিনের রুটিন অনুযায়ী প্রশাসন অভিযান চালিয়ে বহিরাগতদের বের করেন।