এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেইঃ নিপুণ

আইকোনিক ফোকাস ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ খান ও নিপুণের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিন পর্যন্ত জায়েদ-নিপুণ দুজনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে আদালতের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। তিনি বলেন, ‘আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালত যে রায় দেবে, সেটিই আমরা মেনে নেব। প্রথম থেকেই বলে আসছি- আমি ন্যায়বিচার চাই। আদালত আজ আমার প্রতি ন্যায়বিচারই করেছে।সাধারণ সম্পাদক পদে আপনি জয়ী- এ কথা কি আমরা বলতে পারি? সাংবাদিকদের এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘হ্যাঁ আপনারা সেটি বলতে পারেন।

তিনি কবে চেয়ারে বসছেন-এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলব-আপিল বোর্ড থেকে আমি ন্যায়বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায়বিচার পেয়েছি।

Leave a Reply

Translate »