আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।
শনিবার (২ জুলাই) রাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন নূতন। যারা সিনেমায় অভিনয় করতে চান বা নায়িকা হতে চান, তাদের উদ্দেশে বেশ কিছু উপদেশ দিয়েছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের বেশ কিছু বিষয়ে খোলামেলা আলাপ করেছেন তিনি।
নূতন জানান, ‘অনেক মেয়ে ছবি দিয়ে, ভয়েস দিয়ে বলে, আপু নায়িকা হতে চাই। কোনো পথ নেই, বাবা-মা রাজি না। স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, হেল্প করেন। তাদের জন্য বলি, বাবা-মা না চাইলে এই পথ তোমাদের জন্য না। দু-তিন দিন নাম কামিয়ে লাভ নেই, স্রোতে হারিয়ে যাবে। তখন আরও সমস্যা। সবাই জানবে নায়িকা, আসলে তুমি কিছুই না। এখনকার ৮০ শতাংশ নায়িকা এই সমস্যায় আছেন।’
নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি লেখেন, ‘আমার মা চাইতেন, আমি নায়িকা হই। তাই আমি নায়িকা হয়েছি, হারিয়ে যাইনি। মা-বাবা যা চায়, তাই করো। তাদের দোয়া ছাড়া সামনে যাওয়া যাবে না। শুধু পরিশ্রম দিয়ে জীবনে কিছু হয় না। যদি বাবা-মায়ের সাপোর্ট থাকে, অভিনয়-নাচ শিখে থাকো, তাহলে বলব আগে মিনিমাম পড়াশোনা শেষ করে আসো। কারণ শিক্ষা অনেক জরুরি। শিক্ষা মানে তোমার ব্যাকআপ। এখানে কিছু নাহলে নায়িকা নাম দিয়ে আর শিক্ষা কাজে লাগিয়ে টিকে থাকতে পারবা। শিক্ষা থাকলে কেউ তোমাকে ভুলভাবে পরিচালিত করতে পারবে না।