এক বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন কেনো রণবীর

আইকোনিক ফোকাস ডেস্কঃ রণবীর সিংয়ের ছবি ‘৮৩’ মুক্তি পেয়েছে শুক্রবার। সিনেপর্দায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প দেখে আবেগে ভেসেছেন দেশবাসী। কপিল দেবের চরিত্রে রণবীর সিংয়ের অসাধারণ অভিনয় নিয়ে চলছে আলোচনা।

ঠিক এমন সময় খোদ রণবীর সিং সামনে চলে আসেন, তাহলে তো অনুরাগীদের উচ্ছ্বাস বাড়বেই। তবে উচ্ছ্বাসের মধ্যে পড়েই অল্পের জন্য বিপদ থেকে বাঁচলেন মুম্বাইয়ের এক বৃদ্ধ। ভিড়ের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার আগে বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের এই তারকা।

শনিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জুহুর একটি সিনেমা হলে ‘৮৩’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর সিং। হঠাৎ সেখানে রণবীর যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীরা ভিড় জমান। ভিড়ের কারণে এক বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন মাটিতে।

তখনই এগিয়ে আসেন রণবীর। নিজেই ভিড় সরিয়ে বৃদ্ধকে সাহায্য করেন। শুধু তাই নয়, গোটা ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। রণবীরের এমন আচরণে আপ্লুত নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের প্রশংসায় মত্ত অনুরাগীরা।

Leave a Reply

Translate »