আইকোনিক ফোকাস ডেস্কঃ ফাগুনের এক মাতাল হাওয়ার দিনে প্রকৃতি যখন নবরূপে সাজার প্রস্তুতি নিচ্ছিল তখন বাংলাদেশের শোবিজপাড়ায় উঠেছিল শোকের মাতম। গুণী অভিনেতা হুমায়ুন ফরীদি পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। সেদিন হুমায়ুন ফরীদি দেহান্তর হলেও তিনি এখনও বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে। আজ (১৩ ফেব্রুয়ারি) তার দশম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
দেশীয় মিডিয়ায় অনেক অভিনেতা এসেছেন। আগামী দিনেও আসবেন। কিন্তু ফরীদির মতো দাপুটে অভিনেতা খুব কমই পাওয়া যায়। কালের সাক্ষী হয়ে ফরীদি বেঁচে থাকবেন ভক্তকূলের হৃদয়ে।
হুমায়ুন ফরীদির জন্ম ঢাকার নারিন্দায়। বাবার নাম এ টি এম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে ফরীদির অবস্থান ছিল দ্বিতীয়।
১৯৬৫ সালে পিতার চাকরির সুবাধে মাদারিপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। এ সময় মাদারিপুর থেকেই নাট্যজগতে প্রবেশ করেন তিনি। তার নাট্যঙ্গনের গুরু বাশার মাহমুদ।