ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য ম্যাচটি পরিণত হয়েছে সিরিজে টিকে থাকার। শুধু সিরিজে টিকে থাকায় নয়; এর বাইরেও শঙ্কায় পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একটি রেকর্ডও। আর সেই শঙ্কা এড়ানো যাবে যদি, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে জয় পায় বাংলাদেশ।
নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৮ ওয়ানডেতে জয়ের কীর্তি আছে বাংলাদেশের। পরের নামটা ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয় ছিল বাংলাদেশের। তবে সবশেষ ওয়ানডেতে সেই রেকর্ডের ইতি ঘটেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জয়ের পর অবশেষে হেরেছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ডটা ভাঙা যায়নি। এবার আরও একটি রেকর্ড হাতছাড়া হওয়ার পথে বাংলাদেশের। আর সেই রেকর্ডটি হাতছাড়া হবে যদি দ্বিতীয় ওয়ানডেতেও হেরে বসে বাংলাদেশ।
এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এটা এখন চারে নিয়ে যাওয়ার পালা। তবে সেটি হবে সিরিজের শেষ দুই ম্যাচ জিতলে। যদিও প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেই রেকর্ড এখন শঙ্কার মুখে। কোনো কারণে দ্বিতীয় ম্যাচটি হেরে বসলে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও সুযোগ আছে কারণ আমরা একটিমাত্র ম্যাচ হেরেছি এবং আমরা যদি পরের ম্যাচে জিততে পারি তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকবে।’