ইমরান হাসমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়ে যা করলেন কোয়েল মল্লিক

বিনোদন জগতে টালিউডের অভিনয়শিল্পীরা কমবেশি বলিউডে অভিনয় করে থাকেন। মূলত বলিউড থেকে বহু প্রস্তাব আসে তাদের কাছে। সে রকম একটি প্রস্তাব এসেছিল অভিনেত্রী কোয়েল মল্লিকেরও। বলিউডের ‘হটস্টার’খ্যাত ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

তবে কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক আগের। এটা অভিনেত্রীর ক্যারিয়ার শুরুর দিকের সময়। কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ করেননি তিনি? কারণ তার বিপরীতে ইমরান হাসমি বলেই কি এ সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী?

এদিকে ইমরান হাশমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন, তা প্রায় সবারই জানে। ইমরান পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন, এমন একটি ইমেজ আছে তার ক্যারিয়ারে। যদিও সময়ের ব্যবধানে অন্য ধারার চরিত্রে কাজ করার চেষ্টা করেন এ নায়ক। কিন্তু তাতেও দর্শকদের কাছে ইমরান হাশমি এখনও সেই ‘হটস্টার’ হয়েই আছেন।

সেই সময়ে ইমরানের সাড়া জাগানো একটি ছবি ছিল ‘গ্যাংস্টার’। যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। কিন্তু অনেকেরই হয়তো অজানা, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের, টালিউডের এ নায়িকার কাছেই গিয়েছিল ছবির প্রস্তাব। কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, তা স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন— তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল, সে জন্যই নাকি রাজি হননি তিনি। 

কোয়েলের বক্তব্য অনুযায়ী, নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে, তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

Leave a Reply

Translate »