আইকোনিক ফোকাস ডেস্কঃ শাহরুখ অভিনীত বহুল সমালোচিত সিনেমা ‘পাঠান’কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। রিলিজের আগেই সিনেমাটি নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
তবে গোটা বিশ্ব শাহরুখকে চিনলেও, কিন্তু অভিনেতাকে চেনেন না বলে মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্ম। আসামের গুয়াহাটির নারেঙ্গিতে এক হলে ‘পাঠান’ দেখানো যাবে না বলে হুমকি দিয়ে আসছে বজরং দল। রীতিমতো ছবিটির পোস্টার পুড়িয়ে তোলপাড় শুরু করেছে দলটি।
শুক্রবার (২১ জানুয়ারি) এ ঘটনা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আসলে কে এই শাহরুখ খান? আমি এই অভিনেতার সম্পর্কে ও তার ছবি পাঠান সম্পর্কে কিছু জানি না। কোনো বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হলে বলিউডের অনেকেই আমাকে ফোন করেন। তবে শাহরুখ তো আমাকে ফোন করেননি।
তিনি আরও বলেন, যদি উনি ফোন করেন আমাকে তাহলে বিষয়টি আমি ভেবে দেখব। যারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন এই মুখ্যমন্ত্রী।