আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগরে চলছে এর চিত্রধারণ। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করছেন পরিচালক রিয়াজুল রিজু। তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা এলিনা শাম্মি।






‘মধ্যবিত্ত’ সিনেমার পরিচালক তানভীর হাসান। তিনি বলেন, “১ ডিসেম্বর থেকে ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং শুরু করেছি। সরকারি স্বাস্থ্য বিধি মেনে কাজ করছি।






তিনি জানান, সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে, যা দেখে দর্শক বিনোদনের পাশাপাশি চমৎকার একটি বার্তাও পাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।






ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে রিজু বলেন, ‘চরিত্রটি উপভোগ করার মতো। এজন্য পরিচালক হয়েও অভিনয় করছি। এখন পর্যন্ত দারুণ অভিজ্ঞতা। আশা করছি দর্শক ছবিটি উপভোগ করবেন।