আইকোনিক ফোকাস ডেস্কঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রবাহ, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ, বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবনে যেসব রাজনৈতিক নেতারা তার প্রতিফলন ঘটিয়েছিলেন, তাদের অবচেতন মনের অব্যক্ত চেতনা ও দর্শন নিয়ে নির্মিত হচ্ছে একটি সিনেমা। নাম ‘মনোলোক’।
পরিচালনা করছেন শহীদ রায়হান। নির্মাতা জানিয়েছেন এটি একটি মনস্তাত্ত্বিক সিনেমা। এ সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার গল্পে, আমার কাছে মনে হয়েছে, এটি আর্কাইভ হয়ে থাকবে। তা ছাড়া আমার চরিত্রটি একজন বিখ্যাত ব্যক্তিত্ব।
চরিত্রের পরিচয় এখনই প্রকাশ করতে চাচ্ছি না। এসব কারণে আমি নিজ থেকেই কাজটি বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলাম। কিন্তু পরিচালকের জোরাজুরিতে শিল্পীর সম্মানের জায়গা থেকে এক টাকায় চুক্তিবদ্ধ হয়েছি।