আইকোনিক ফোকাস ডেস্কঃ পাশাপাশি ফ্ল্যাটে বসবাস নেহা আর রাজুদের পরিবারের। রাতুল পড়াশুনা শেষ করে চাকরির চেষ্টা করছে আর নেহা ম্যানেজমেন্টে পড়ছে। পারিবারিক সম্পর্কের কারণে দুজনের মেলামেশার সুযোগটা একটু অন্যরকম। একটু ভালো-মন্দ রান্না হলেই এই ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে বাটি চালাচালি হয়। নেহাকে রাতুলের মা নিজের মেয়ের মতোই ভালোবাসে, রাতুলকে নেহার মা ছেলের মতোই দেখে। নেহা আর রাতুলের মধ্যে যে সম্পর্ক সেটা বেশ অদ্ভুত সামনা-সামনি যেন দা-কুমড়া।
কিন্তু আড়ালে অদ্ভুত এক ভালোবাসার অনুভূতি দুজনের মনে লালিত। দুজনকে নিয়ে নানান স্বপ্ন এবং সেটা খুব গোপন। এক রকম হাসিখুশি ঝগড়াঝাটি মান-অভিমানের ছন্দ নিয়ে দুজনের গল্পটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে।
হঠাৎ করেই পাত্রপক্ষ নেহাকে দেখতে এসে পছন্দ করে বিয়ের পাকা কথা হয়ে গেছে। এরপর থেকেই পাল্টে যেতে থাকে গল্প। বাকিটুকু জানতে হলে দেখতে হবে নাটক ‘তোর জন্য পাগল’।