আলোচনার মুখে ‘পাঠান’ সিনেমার গান ‘বেশরম রং’

আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামী বছরের (২৫ জানুয়ারি) মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েক দিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়। সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। মুক্তির পরই নেটদুনিয়া উত্তাল হয়ে যায়। প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন।

এ গানের ভিডিওর শুরুতে হলুদ রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। তারপর নীল জল, দীপিকার আবেদনময়ী লুক, পুরো গানে তার অভিব্যক্তি-মাত করেছে ভক্তদের। নেটিজেনরা মন্তব্য অন্তত এমনটাই বলছেন।

মুক্তির এক দিনে এর ভিউ দাঁড়িয়েছে ২৩ মিলিয়ন। শাহরুখ-দীপিকার গানটি মুক্তির পর নেটিজেনদের বড় একটি অংশ ভূয়সী প্রশংসা করেন। কিন্তু কারও কারও কাছে গানটি ‘অশ্লীল’ মনে হয়েছে। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন।

‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে টুইটে লেখা হয়েছে-‘পাঠান সিনেমায় তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে। আর গানের নাম দিয়েছে বেশরম রং।’ এই টুইট শেয়ার করে রাজনীতিবিদ ও সমাজকর্মী ড. প্রাচী সাধ্বী ভারতে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের বিবস্ত্র ফটোশুটের কার্টুন শেয়ার করে ব্যঙ্গ করেছেন।

Leave a Reply

Translate »