আলম খান ও শর্মিলী এফডিসিতে স্মরণসভা

আইকোনিক ফোসকা ডেস্কঃ  চলতি মাসের শুরুতেই একই দিনে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান ও কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদ। এই দুই তারকাকে শ্রদ্ধা রেখে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণসভা।

 

শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

জানা গেছে, আলম খান ও শর্মিলী আহমেদকে নিয়ে তাদের সহকর্মী ও ঘনিষ্ঠজনরা স্মৃতিচারণা করবেন। তাদের জীবনের সাফল্য ও নানা দিক নিয়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতারা আলোচনা করবেন।

 

গেল ৮ জুলাই  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান। একই দিন সকালে বাসায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদ।

 

 

Leave a Reply

Translate »